‘বাউল বাড়ী’র কর্ম-উদ্দেশ্য’

একটি জাতি-রাষ্ট্রের গঠন, পরিচয় ও নিজস্বতা প্রকাশ করে সে জাতি বা রাষ্ট্রের লোকসংস্কৃতি ও মৌখিক সাহিত্য। বর্তমান বাংলাদেশের লোকসংস্কৃতি ও মৌখিক সাহিত্য হাজার বছরের ঐতিহ্যবাহী ঘটনা প্রবাহের মাধ্যমে লোকজ জীবন যাত্রা ও গ্রামীণ লোকজ মানুষের সুখ- দুঃখ, হাসি -কান্না ও জীবন- জীবিকার নিজস্ব মতাদর্শের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত। তাই বাঙলার লোক-সংস্কৃতি অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ, মানবতাবাদী ও সমন্বয়বাদী চেতনার ধারক-বাহক। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাঙলার লোকসংস্কৃতির বাউল মতের, মানবতাবাদী মানব ধর্মের চর্চার সামাজিক ও রাষ্ট্রীয় ব্যাবহার ক্ষুধা, দারিদ্র্তা, হিংসা-বিদ্বেষ, হানা-হানি ও যুদ্ধ মুক্ত বিশ্ব গড়তে উল্লেখযোগ্য ভুমিকা পালন করতে পারে।
 ‘বাউলবাড়ি’ বাঙলার লোক সংস্কৃতির – লোকসাহিত্য, লোকশিল্পকলা, লোকাচার, লোক-খেলাধুলা, লোকসংগীত, ছড়া, প্রবাদ, ধাধা, লোক-কাহিনী সংগ্রহ, সংরক্ষন,গবেষণা ও প্রচার কাজে ব্রত। ‘বাউলবাড়ি’ অরাজনৈতিক, অলাভজনক, মানবতাবাদী সেচ্ছাসেবক মূলক সামাজিক প্রতিষ্ঠান। বিশ্ব দরবারে বাঙলার লোক সংস্কৃতি বিভিন্ন মাধ্যমে পৌঁছে দেয়াই ‘বাউলবাড়ি’র প্রধান কাজ।
‘বাউলবাড়ি’ বর্তমানে মরমী সাধ্বক- সাধ্বী, বাউল, ফকির রচিত বানী ও গান, জীবন ও কর্ম, মত ও ধর্ম সম্বন্ধে বিভিন্ন মাধ্যম থেকে তথ্য উপাত্ত সংগ্রহ সংরক্ষণ ও বিশ্লেষণ এর কাজে নিয়োজিত।এছাড়াও বাঙলার লোকগানের অন্যান্য ধারার মধ্যে থেকে- ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, সারি, মারেফতি, মুর্শিদী, বাউল গান, গম্ভীরা, ঘাটু, ধামাইল, বিয়ের গীত, মেয়েলি গীত, বারমাসি, গাজীর গীত, আঞ্চলিক, অষ্ট গান, ত্রিনাতের গান, দুর্গাপূজার গান, দেহতত্ত্বের গান, ধর্মতত্ত্বের গান, ধুয়া গান, নবিতত্ত্বের গান, বিচার গান, পালা গান, লক্ষ্মীপূজার গান, সৃষ্টিতত্ত্বের গান, উরি গান, পাঁচালী গান, জাগরণ গীত, বেড়া ভাসান গীত, মাগনের গান, মাইজবান্ডারের গান, আলকাপ গান, টুসু গান, ভাদু গান,ভাসান ও মনসার গান, ভিক্ষা বৃত্তির গান, নৌকাবাইচের গান, ধান-পাট কাটার গান, বারা-ভানার গীত, রাখালিয়া গান, খেমটা গান, চটকা সঙ্গীত, আদিবাসি গান, কীর্তন ও বিচ্ছেদ,পুথি,পল্লিগীতি এর লিখিত রূপ সঠিক সুর ও পরিবেশন রীতি প্রচার মাধম্যে তুলে ধরা বাউলবাড়ির উদ্দেশ্য। বাউলবাড়ি বাঙলার বাউল ফকিরদের মধ্যে- ফকির লালন সাঁই, মরমী কবি হাসনরাজা, ফকির শিতালং সাঁই, কবিয়াল বিজয় সরকার, সাধু মনমোহন দত্ত, ভবা পাগলা, রাধারমণ দত্ত, দরবেশ দুদ্দু সাঁই, চারন কবি পাগলা কানাই, মরমী কবি পাঞ্জু সাঁই, হেলাল মোকছেদ, দূরবীন সাঁই, বাউল কবি রশিদউদ্দিন, বাউল কবি জালালউদ্দিন খাঁ, উকিল মুন্সি, বাউল কবি চাঁন মিয়াঁ, শাহ্‌ আবদুল করিম, কারী আমিরউদ্দিন, মদন বাউল, গিয়াসউদ্দিন, ফকির আরকুম সাঁই, সৈয়দ শাহ্‌নূর, ফকির শেখ বানু সাঁই, কুলিন চাঁদ, গোঁসাই জগদীশ, গোঁসাই শারদা, আলাউদ্দিন, মাতাল রাজ্জাক, রজ্জব দেওয়ান, পূর্ণদাস বাউল, পবনদাস বাউল সহ লোকগানের বিভিন্ন ধারার বাউল ফকিরদের রচিত বানী বা গানের কথা, অডিও, ভিডিও, গানের ব্যাখ্যা, গানের বিশ্লেষণ, গানের ব্যাবহার-প্রয়োগ ও তাঁদের জীবন-কর্ম সাধনা নিয়ে তথ্যবিশ্লেষণ ধর্মী “baulbari.com” নামে একটি ওয়েবসাইট প্রকাশ করার পদক্ষেপ নিয়েছে। বাঙলার লোকসংস্কৃতির মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদ পুনঃ প্রতিষ্ঠা করাই “baulbari.com” এর মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যে ‘বাউলবাড়ি’র ফেইসবুক ফ্রেন্ড পেইজ এর মাধ্যমে বন্ধুদের ও নতুন প্রজন্মকে বাঙলার লোকসংস্কৃতির বিভিন্ন ধারার সাথে পরিচয় করিয়ে দেয়ার প্রয়াশ নিয়েছে ‘বাউলবাড়ি’। । তাই বাঙলা ভাষা-ভাষী সকল মানুষের কাছ থেকে পরামর্শ,উপদেশ, সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা আশা করছে বাউলবাড়ি।
বাউল বাড়ি সম্পর্কে আরো জানতে ভিজিট করুন ঃ

www.facebook.com/baulbare
www.baulbari.com 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পানাম নগর

হামহাম জলপ্রপাত

হাকালুকি হাওর