কাপ্তাই হ্রদ
হ্রদের শান্ত পানি ঘিরে সবুজ পাহাড়। আঁকাবাঁকা সর্পিল পথের এক পাশে
উঁচু-নিচু পাহাড়, অন্য পাশে বিস্তীর্ণ লেক। তাতে নীলাভ জলরাশি। সাগরের
উত্তাল ঢেউয়ের মতো নয়; এ জল শান্ত, স্বচ্ছ ও শীতল। যত দূর দৃষ্টি যায়, মনে
হবে, কোনো নিপুণ শিল্পীর তুলির আঁচড়ে আঁকা অপরূপ এক ছবি।
চিত্রটি চট্টগ্রাম পার্বত্য এলাকা কাপ্তাইয়ের।
চিত্রটি চট্টগ্রাম পার্বত্য এলাকা কাপ্তাইয়ের।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন