পোস্টগুলি

এপ্রিল, ২০১৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বিশ্ব শান্তি আশ্রম

ছবি
মানুষের আশ্রয় বিশ্ব শান্তি আশ্রম ' মানুষ ভজলে সোনার মানুষ হবি ' মহাগুরু ফকির লালন সাঁই এর এই বানী হৃদয়ে ধারণ করে নানা প্রতিকূলতার মধ্যে ১৯৮১ সালে গোবিন্দহুদা , দামুরহুদা , চুয়াডাঙ্গায় প্রতিষ্ঠা করেন বিশ্ব শান্তি আশ্রম । বিশ্ব শান্ তি আশ্রম ৭ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত । বিশ্ব শান্তি আশ্রমের রক্ষনাবেক্ষনকারি ইকবাল হোসেনের দাবি এই আশ্রম বাংলাদেশের মধ্যে ঔষধি ও ভেষজ বৃক্ষের সবচে বড় বাগান ।   ঔষধি বৃক্ষ ছাড়াও এই আশ্রমে নানা প্রজাতির ফুল , ফল , কাঠ , লতা , গুল্ম ও পরজীবী বৃক্ষ রয়েছে । বৃক্ষ রোপণ অভিযান - ২০০৯ এ বাংলাদেশ সরকারের জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান বিশ্ব শান্তি আশ্রম । এই আশ্রমের ' মাধবী লতা ' বিশ্বের সবচেয়ে বড় লতা জাতীয় উদ্ভিদ । বৃক্ষের পাশাপাশি এই আশ্রমে নানা প্রজাতির কীট - প্রতঙ্গ ও পশু - পাখির অভয়ারণ্য । মঙ্গল সাধু নিজ হাতে পশু - পাখিকে খাদ্য খাইয়ে থাকেন ।    চিত্র ঃ মঙ্গল সাধু   এই আশ্রমে বিষধর সাপ , শিয়াল , সজ...