রোমাঞ্চকর বান্দরবান
স্বরূপ সুমন পর্বত, অরণ্য, গিরি, ছরা, ঝর্ণা ও সরীসৃপ সাঙ্গু নদী ও শঙ্খ নদের অববাহিকায় গুপ্ত এই নবস্বর্গের নাম বান্দরবান। পর্বতের প্রকৃতি গিরগিটি স্বরূপ, গিরগিটি যেমন খনে খনে রঙ বদলায় তেমনি পর্বতের প্রকৃতি খনে খনে সৌন্দর্য মেলে ধরে। আকাশ ছোঁয়ার ও মেঘের ভেলায় ভাসার বাসনা প্রায় সকলেরই থাকে, সেই বাসনা পূরণ করতে হলে যেতে হবে বান্দরবান। আপনি যদি মেঘের স্পর্শ পেতে চান তাহলে যেতে হবে বান্দরবান থানচি রোডে চিম্বুক পাহাড়ে। চিম্বুক পাহাড়ের গঠন প্রকৃতির কারনে পর্বতের খাজে খাজে আটকে থাকে মেঘেরভেলা। চিম্বুকের চূড়া থেকে মেঘের স্পর্শ পেতে না পেতেই আপনার চোখে ধরা পরবে অপর পাশে পর্বতের ঢেউ। এই পর্বতের ঢেউ বান্দরবান সদরে টাইগার হিল, রুমার কেওক্রাডং, তিনমুখ পিলা (বাংলাদেশ,ভারত ও বার্মার সীমান্ত রেখা) থানচির তাজিংডং(বিজয়) ও সাকাহাফং(প্লান্ময়) সহ পর্বতের আরও অনেক জায়গা থেকেই দেখতে পাবেন। বান্দরবান ঘুরতে হলে যেতে হবে বান্দরবান সদর এর মেঘালয়, শৈলপ্রপাত, টাইগার হিল, তার পর বেরিয়ে যেতে পারেন রুমার উদ্দেশ্যে। বান্দরবান সদর থেকে বাসে বা চান্দের গাড়িতে রুমা যেতে পারেন জন প্রতি ভাড়া লাগবে ৮০...